ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান

২০২৪ জানুয়ারি ০৩ ১০:৩৫:০১
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের প্রধান ডক্টর ক্লাউডিন গে। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদিবিরোধী আন্দোলন নিয়ে হার্ভার্ডের ইহুদি কমিউনিটি ও মার্কিন কংগ্রেসের কিছু সদস্যের তোপের মুখে পড়েন গে। এ নিয়ে গত ৫ ডিসেম্বর মার্কিন কংগ্রেসে শুনানিতেও অংশ নিয়েছিলেন তিনি।

মার্কিন কংগ্রেস শুনানিতে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রতিক্রিয়ার সমালোচনা করেছে। ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। এরপর থেকে ১২ সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১৯৯৭ সালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন ডক্টর ক্লাউডিন গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই গবেষণায় তারা ‘যথাযথ বিশ্লেষণ ছাড়া সদৃশ ভাষার’ দুটি উদাহরণ পেয়েছে।’

৩৩৮ বছরের ইতিহাসে গেই প্রথম হার্ভার্ডের কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। পদত্যাগপত্রে গে জানান, ব্যক্তিগত হুমকি এবং জাতিগত শত্রুতার শিকার হয়েছেন তিনি।

দ্য হার্ভার্ড করপোরেশন একটি ইমেইলে জানান, তারা দুঃখের সাথে গের পদত্যাগ গ্রহণ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন অ্যালান গার্বের।

গের পদত্যাগের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেন, আশা করি গৌরবময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ঘটনা থেকে শিক্ষা নেবে।

হার্ভার্ড যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে সরকারের কাছ থেকে প্রতি বছর কয়েকশ মিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে এটি। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।

শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে