ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বিদায়ী বছরে শেয়ারবাজারে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন

২০২৩ ডিসেম্বর ৩১ ২০:৫৩:১৬
বিদায়ী বছরে শেয়ারবাজারে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে দেশের শেয়ারবাজারে খুব একটা উন্নতি হয়নি। বেশিরভাগ কর্মদিবসেই দরপতন দেখা গেছে। ফ্লোর প্রাইসে আটকে ছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার। তবে বছরজুড়ে টাকার অংকে লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০২৩ সালে শেষ কর্মদিবস অর্থাৎ ২০২৩ সালের ২৮ ডিসেম্বরে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স অবস্থান করছে ৬ হাজার ২৪৬. ৪৯ পয়েন্টে। অপর দুইটি সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২ হাজার ৯৩.৮৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ২০২২ সালের শেষ কর্মদিবস অর্থাৎ ২০২২ সালের ২৯ ডিসেম্বরে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স অবস্থান করছে ৬ হাজার ২০৬. ৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ হাজার ৩৫৮.৮৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২ হাজার ১৯৫.৩০ পয়েন্টে অবস্থান করছে।

অর্থাৎ ২০২২ বছরের তুলনায় ২০২৩ বছরে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৯.৬৮ পয়েন্ট। এছাড়া, আগের বছরের তুলনায় ডিএসইএস সূচক বেড়েছে ৫.২৯ পয়েন্ট এবং আগের বছরের একই সময়ের তুলনায় ডিএসই৩০ সূচক কমেছে ১০১.৪৬ পয়েন্ট।

২০২৩ সালে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই-তে মোট ২ হাজার ৮৭৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮৫৪টি শেয়ার ৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯৮২ বার হাতবদল হয়েছে, টাকার অংকে যার বাজার মূল্য ১ লাখ ৪০ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ ৪৯ হাজার টাকা।

এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে ডিএসইতে মোট ৪ হাজার ৯৯১ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৫২৩টি শেয়ার ৪ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৭৬৪ বার হাতবদল হয়েছে, টাকার অংকে যার বাজারমূল্য ছিল ২ লাখ ৩৩ হাজার ৪০৬ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯২ হাজার ৫২৪ কোটি ৫২ লাখ ৯১ হাজার টাকা বা ৩৯.৬৪ শতাংশ।

ডিএসইতে ২০২৩ সালে বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৭২৩ কোটি ৭০ লাখ টাকা। যেখানে ২০২২ সালে ডিএসইর বাজার মূলধন ছিল ১৪ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৩৮০ কোটি ২০ লাখ টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ কোটি ৪৬ লাখ ২৮ হাজার ৩৪৩ কোটি ৫০ লাখ টাকা বা ৩১.৩১ শতাংশ।

শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে