ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিনিয়োগ ঝুঁকিতে বস্ত্র খাতের ৪১ কোম্পানি

২০২৩ ডিসেম্বর ৩১ ১৫:৩৪:১৯
বিনিয়োগ ঝুঁকিতে বস্ত্র খাতের ৪১ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে পিই রেশিও বিবেচনায় বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। একই সময়ে বিনিয়োগ অনুকূলে রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যে কোনো কোম্পানির পিই রেশিও যত কম থাকে সেটি বিনিয়োগের জন্য তত ইতিবাচক। পক্ষান্তরে পিই রেশিও যত বেশি থাকবে বিনিয়োগের জন্য সেটি ততই ঝুঁকিপূর্ণ। আবার পিই রেশিও না থাকাটা অর্থাৎ নেগেটিভ থাকাটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। কারণ একটি কোম্পানির পিই রেশিও তখনই নেগেটিভ হয়, যখন কোম্পানিটি সর্বশেষ শেয়ারপ্রতি লোকসান দেখায়।

জানা যায়, বস্ত্র খাতের ঝুঁকিপূর্ণ ৪১টি কোম্পানির মধ্যে ২৭টির পিই রেশিও নেগেটিভ।

কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, অলটেক্স, আনলিমা ইয়ার্ন, ঢাকা ডায়িং, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন, এস্কয়াার নিট, ফ্যামিলি টেক্স, ফারইস্ট নিটিং, জেনারেশন নেক্সট্, ম্যাকসন্স স্পিনিং, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, নূরানী ডায়িং, প্রাইম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন, আরএন স্পিনিং, সাফকো স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁ টেক্সটাইল, স্টাইল ক্র্যাফট, তাল্লু স্পিনিং, তুং হাই নিটিং, জাহিন স্পিনিং, জাহিন টেক্সটাইল এবং মিথুন নিটিং।

অন্যদিকে, ঝুঁকিপূর্ণ পিই রেশিওতে অবস্থান করছে ১৪টি কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পিই রেশিও রয়েছে দেশ গার্মেন্টসের। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ১৩৯২.৫ পয়েন্ট। ঝুঁকিপুর্ণ সত্বেও কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ১১১ টাকা ৪০ পয়সায়।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ পিই রেশিও রয়েছে এমএএল ডাইংয়ের। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৬২০ পয়েন্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ২৪ টাকা ৮০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইভিন্স টেক্সটাইলের ৩৪২.৫ পয়েন্ট, রহিম টেক্সটাইলের ২৯১.২৫ পয়েন্ট, ভিএফএস টেক্সটাইলের ২৭৭.৫ পয়েন্ট, আমান কটনের ২২০.৮৩ পয়েন্ট, মুন্নু ফেব্রিক্সের ২০০.৮৩ পয়েন্ট, প্যাসিফিক ডেনিমসের ১৩৯.১৭ পয়েন্ট, কুইন সাউথ টেক্সটাইলের ৮৩.২১ পয়েন্ট, সায়হাম টেক্সটাইলের ৬২.৮৬ পয়েন্ট, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫১.৮৩ পয়েন্ট, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪৭.৫ পয়েন্ট, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪৪.১৭ পয়েন্ট এবং হামিদ ফেব্রিক্সের ৪০.৬৮ পয়েন্ট।

শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে