ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ঘুরে দাঁড়াচ্ছে ‘এ’ ক্যাটাগরি!

২০২৩ ডিসেম্বর ৩০ ১৯:৫১:০৭
ঘুরে দাঁড়াচ্ছে ‘এ’ ক্যাটাগরি!

নিজস্ব প্রতিবেদক : দির্ঘদিন ধরেই ‘বি’ ক্যাটাগরিও দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপটে অস্থির পরিস্থিতির মধ্যে শেয়ারবাজারে দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু সেই ধারা থেকে বেড়িয়ে আসতে শুরু করেছে ‘এ’ ক্যাটাগরি প্রতিষ্ঠানগুলো। যার প্রমান পাওয়া গেলো বিদায়ী সপ্তাহের সাপ্তাহিক লেনদেন চিত্রে। দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরির দাপট দেখা গেছে।

ডিএসইর সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার বা দর বৃদ্ধির তালিকায় ৮টি প্রতিষ্ঠানই ছিল ‘এ’ ক্যাটাগরির। ‘বি’ ক্যাটাগরির ছিল মাত্র ২টি কোম্পানি।

‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান ৮টি হলো- আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক লিমিটেড মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্ট্রাকো রিফুয়েলিং, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

জানা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিরি মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ২৭.৩৫ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানটির ২৯ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

অন্য প্রতিষ্ঠাগুলোর মধ্যে- প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ২০.৭৮ শতাংশ, আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০.৫১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৫৪ শতাংশ, রূপালী লাইফের ১৩.৩৩ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১৩.১৩ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১১.২৭ শতাংশ এবং আইএফআইএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৭ শতাংশ।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে