ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান

২০২৩ ডিসেম্বর ৩০ ১৬:৫৪:০৭
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নতুন একটি স্বর্ণের খনির সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণের নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত।

স্বর্ণের খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত পাওয়া গেল।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা যায়, সেখানে উচ্চ ঘনত্বের স্বর্ণ পাওয়ার সম্ভাবনা ব্যাপক।

দুইটি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে স্বর্ণের উপস্থিতি রয়েছে ১০.৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০.৬ গ্রাম।

মাদেন জানায়, ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে তারা ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে।

মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বলেছিলেন, তারা স্বর্ণ ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে