ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচকের পতনে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

২০২৩ ডিসেম্বর ২৮ ১৭:৫৬:২৪
সূচকের পতনে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৮ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। কিন্ত দুপুর ১২টা ৫০ মিনিট পর সূচকের টানা পতন হয়। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৮ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৪.৩১ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টি, কমেছে ৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।

এদিন এসএমইতে ২৮ লাখ ৭৫ হাজার ৪৪টি শেয়ার ১ হাজার ৯৮৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৭ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৮ লাখ ৮৩ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ১০ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি বিডি পেইন্টসের ১ টাকা ৩.৯৮ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ১০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল ওয়ান্ডারল্যান্ড টয়েজ। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৪.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৭ লাখ ২৪ হাজার ২০০টি শেয়ার ১৭৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে