ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বছরের শেষদিনে উত্থানের আভাস, আতঙ্কের শেয়ারের উল্টো দৌড়

২০২৩ ডিসেম্বর ২৮ ১৫:১২:০৮
বছরের শেষদিনে উত্থানের আভাস, আতঙ্কের শেয়ারের উল্টো দৌড়

নিজস্ব প্রতিবেদক : উত্থানের আভাস দিয়ে শেয়ারবাজারে ২০২৩ সালের শেষ কর্মদিবসের লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের বড় উত্থান না থাকলেও মোটামুটি সব খাতের শেয়ার নড়েচড়ে বসেছে। বিশেষ করে বিমা, মিউচ্যুয়াল ফান্ড ও তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারদর ও লেনদেন বড় উল্লম্ফন দেখা গেছে।

এদিন আতঙ্কের দুই শেয়ারের উল্টো দৌড় দেখা গেছে। কোম্পানি দুটির শেয়ার গত কয়েক দিন যাবত আতঙ্ক ছড়িয়ে ক্রেতাশুন্য থাকার দৃষ্টতা দেখিয়েছে। যার কারণে গত দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা বাজারে ছন্দপতন দেখা গেছে।

আগের দিনের শেয়ারনিউজের লিঙ্ক:তিন শেয়ার আতঙ্কে ঊর্ধ্বমুখী বাজারের ছন্দপতন

আজ লেনদেনের শুরুতেও শেয়ার দুটির ক্রেতাশুন্য হয়ে লাখ লাখ শেয়ারের সেল অফার দেখিয়েছে। কিছুক্ষণ পরই শেয়ার দুটি সামনে এগুতে থাকে। এক পর্যায়ে দিনের প্রথম ভাগেই শেয়ার দুটি বিক্রেতাশুন্য হয়ে যায়। এই সময়ে শেয়ার দুটির বিনিয়োগকারীদের মুখে দেখা দেয় প্রশান্তির হাসি।

আতঙ্কের শেয়ার দুটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে বিক্রেতাশুন্য হওয়ার ইতিবাচক প্রভাব তখন বাজারে দেখা যায়। এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়ে যায় ৮ পয়েন্টের বেশি। তারপর আতঙ্কের আর এক শেয়ার ওরিয়ন ইনফিউনের শেয়ার দ্বিতীয় দিনের মতো আজও ক্রেতাশুন্য হয়ে যায়। তখন বাজারে কিছুটা ফের আতঙ্ক ছড়ায়। সূচকও পতনের ঘরে ফিরে আসে।

তারপর দিনের মধ্যভাগে বিমা, মিউচ্যুয়াল ফান্ড ও তথ্যপ্রযুক্তির শেয়ারে ঝলক দেখা যায়। এই তিন খাতের শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতায় ওঠায় বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। শেষ বেলায় উত্থানের আভাস দিয়ে উভয় বাজারের লেনদেন শেষ হয়।

আজ শেয়ারবাজারের সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনেও নতুন মাত্রা দেখা যায়। আজ ডিএসইতে বড় অঙ্কের লেনদেন হয়েছে। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তারচেয়ে প্রায় দেড় গুণ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

আজ ডিএসইতে ৬৬০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৮৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।

এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠানেরশেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫৯টির, কমেছিল ৪৮টির এবং অপরিবর্তিত ছিল ৮২টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে