ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রথম দুই ঘন্টায় বিক্রেতা মিলছে না ৬ প্রতিষ্ঠানের

২০২৩ ডিসেম্বর ২৮ ১২:২৬:২৩
প্রথম দুই ঘন্টায় বিক্রেতা মিলছে না  ৬ প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক : বছরের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা নেই ৬ প্রতিষ্ঠানের। যেগুলো হলো-আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক-১ আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড-১,আইসিবি থার্ড এনআরবি এবং আইসিবি এমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ, প্রাইম ব্যাংক-১ আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ডের ৮০ পয়সা বা ৯.৪১ শতাংশ, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১ এর ৬০ পয়সা বা ৯.৩৮ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড-১ এর ৮০ পয়সা বা ৯.৩১ শতাংশ, আইসিবি থার্ড এনআরবির ৬০ পয়সা বা ৯.১০ শতাংশ এবং আইসিবি এমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১ টাকা ৫০ পয়সা বা ৯.১০ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিউচুয়াল ফান্ডগুলোর সিংহ ভাগ অংশই রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির কাছে। বছরের শেষ দিনে ফান্ডগুলোর দাম বাড়িয়ে ফোর্টপোলিও ভ্যালু বাড়ানোর জন্য আইসিবি ফান্ডগুলো কিনছে। যে কারণে ফান্ডগুলো দাম বেড়েছে।

এছড়া, ডিভিডেন্ড প্রদানের তুলনায় ফান্ডগুলো বিনিয়োগ অবশ্যই লাভজনক। সেজন্য যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে এবং ডিভিডেন্ডের প্রত্যাশার বিনিয়োগ করেন, তারাও বছরের শেষ দিনে বিনিয়োগ করছেন। যে কারণে ফান্ডগুলোর চাহিদা বেড়েছে।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে