ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

হিটলারের সঙ্গে তুলনা কর এরদোগানের ওপর চটলেন নেতানিয়াহু

২০২৩ ডিসেম্বর ২৮ ১০:৩৯:১৩
হিটলারের সঙ্গে তুলনা কর এরদোগানের ওপর চটলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করায় চটেছেন ইহুদি রাষ্ট্রটির নেতা। তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যের নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে ‘কুর্দি নিধনের’ অভিযোগ তুললেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে এক পোস্টে নেতানিয়াহু এই নিন্দা জানান।

এর আগে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৭ ডিসেম্বর) আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট ‘নেতানিয়াহু হিটলারের চেয়ে আলাদা কিছু নয়’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘ইসরায়েল গাজায় যা করছে, ঠিক তেমনটিই নাৎসিরা করেছিল ইহুদিদের সঙ্গে।’

প্রতিক্রিয়ায় বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘এরদোগান, যিনি কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালান, যিনি তাঁর শাসনের বিরোধিতাকারী সাংবাদিকদের কারাগারে বন্দী করার বিশ্ব রেকর্ড গড়েন, তিনিই শেষ ব্যক্তি যিনি আমাদের কাছে নৈতিকতার বাণী প্রচার করেন।’

আঙ্কারায় এরদোগান তাঁর বক্তব্যে চলমান হামলায় ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন। পাশাপাশি গাজায় চলমান সংঘাত নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বা অভিমতের কারণে যেসব বিজ্ঞানী ও বিশেষজ্ঞ হত্যার হুমকিতে রয়েছেন, তাঁদের তুরস্ক আশ্রয় দিতে প্রস্তুত বলেও জানান।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ আখ্যা দিয়েছিলেন এরদোগান। গত ৩০ নভেম্বর করা এ সম্পর্কিত মন্তব্যে এরদোগান বলেন, বেনইয়ামিন নেতানিয়াহু গাজায় শতাব্দীর সবচেয়ে জঘন্যতম এবং সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে ইতিহাসে গাজার কসাই হিসেবে নাম লিখেয়েছেন। তাঁর সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আশা করা যায় না।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে