ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচকের উত্থানেও লেনদেন কমেছে এসএমই মার্কেটে

২০২৩ ডিসেম্বর ২৭ ১৮:৫৮:১৭
সূচকের উত্থানেও লেনদেন কমেছে এসএমই মার্কেটে

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আজ ২৭ ডিসেম্বর সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৭ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৫.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৮.০৮ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টি, কমেছে ৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

এদিন এসএমইতে ২৬ লাখ ৫৫ হাজার ১০৭টি শেয়ার ২ হাজার ৩৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৩২ লাখ ৬৬ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৮ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ২৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি বিডি পেইন্টসের ১ টাকা ২০ পয়সা ৫.০২ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ১০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল ওয়ান্ডারল্যান্ড টয়েজ। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯ টাকা ১০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমকে ফুটওয়্যারের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৩ লাখ ৮৭ হাজার ৭৫৬টি শেয়ার ৪৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে