ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

যানজটে আটকে পথেই শেষ ৩ দিনের ছুটি!

২০২৩ ডিসেম্বর ২৬ ১৯:০৪:২১
যানজটে আটকে পথেই শেষ ৩ দিনের ছুটি!

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র চার দিন বাদেই শেষ হয়ে যাবে ২০২৩ সাল। ক্রিসমাস ও বর্ষবরণকে চুটিয়ে উপভোগ করতে ব্যাগ পত্র গুছিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অনেকে। বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। কোনও হোটেলে জায়গা নেই, দর্শনীয় স্থানগুলিতে ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইন দিচ্ছেন পর্যটকরা।

বর্ষশেষে লম্বা ছুটি পেয়ে সকলেই যে ঘুরতে বেরিয়ে গিয়েছেন, তার প্রমাণ মিলল হিমাচলে। মানালি থেকে অটল সেতু অবধি দেখা গেল বিশাল লম্বা যানজট। কত লম্বা সেই যানজট জানেন? পাঁচ ঘণ্টা ধরে যানজটে আটকে ছিল গাড়ি। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে যানজটের সেই ভিডিও।

শীতে তুষারপাত দেখতে এমনই পাহাড়ে ভিড় হয়। হিমাচল প্রদেশ তো পর্যটকদের অন্যতম পছন্দ। সিমলা-মানালির মতো পর্যটনকেন্দ্রে সারা বছরই থিকথিক করে পর্যটকরা। লম্বা উইকএন্ড ও ক্রিসমাস-নিউ ইয়ারের ছুটিতে হিমাচল প্রদেশে উপচে পড়ছে পর্যটক। সেই ভিড় এতটাই যে পাহাড়ের বাঁক জুড়ে শুধুই গাড়ির লাইন। যানজটের শেষ কোথায়, তা দেখা যাচ্ছে না।

ভিডিওতে যেখানে দেখা গিয়েছে মানালি-অটল সুড়ঙ্গের গোটা রাস্তাজুড়ে থিকথিক করছে গাড়ি। পর্যটক ও নিত্যযাত্রীদের অভিযোগ, অত্যাধিক ভিড় পর্যটন কেন্দ্রগুলিতে। শুধু মানালি থেকে অটল সুড়ঙ্গ হাইওয়ে যাওয়ার রাস্তাতেই পাঁচ-ছয় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানজটের কারণে।

এই দৃশ্য শুধু হিমাচলেই নয়, মাইসুরু, বেঙ্গালুরু, পুণে-মুম্বই এক্সপ্রেসওয়েতেও একই দৃশ্য দেখা গিয়েছে। বেঙ্গালুরুতে ফিনিক্স মলের কাছে রাতে এক কিলোমিটার পথ পেরতেই তিন ঘণ্টা সময় লেগে গিয়েছে। বাস-গাড়ি তো আরও বেশিক্ষণ আটকে থাকে।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে