ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচকের পতনেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

২০২৩ ডিসেম্বর ২৬ ১৮:১০:৫৩
সূচকের পতনেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৬ ডিসেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এদিন সূচকের উত্থানের চেয়ে পতনের মাত্রা বেশি ছিল এসএমই মার্কেটে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৬ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৪.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫২.৭৯ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩টি শেয়ার ১ হাজার ৭১৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪২৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ৪৯ কোটি ৫ লাখ ৩৫৪ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি বিডি পেইন্টসের ১ টাকা ৯০ পয়সা ৮.৪০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৫০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল কৃষিবিদ সিড। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮ টাকা ১০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৬ লাখ ৪৮ হাজার ৬৪টি শেয়ার ৪৬১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে