ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ভারত মহাসাগরে ভাসছে ১৮৫ রোহিঙ্গা

২০২৩ ডিসেম্বর ২৫ ১৪:৪০:০৭
ভারত মহাসাগরে ভাসছে ১৮৫ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক : সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার সময়ে ভারত মহাসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ১৮৫ রোহিঙ্গা আটকা পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা তীরে ফিরতে মরিয়া।

রোহিঙ্গাদের এই দলটি শরণার্থী শিবির ছেড়ে অন্য দেশে যাত্রা শুরু করেছিল বলে গত ২৩ ডিসেম্বর (শনিবার) জানিয়েছে সংস্থাটি।

কিন্তু গভীর সমুদ্রে তাদের বহনকারী নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে যায়। নৌকার একজন যাত্রী ইতিমধ্যেই মারা গেছে। আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

ইউএনএইচসিআর সতর্ক করে জানিয়েছে, সময়মত উদ্ধার করে নিরাপদ স্থানে না নিয়ে গেলে আরো অনেকে মারা যেতে পারে। সংস্থাটি জানিয়েছে, মায়ানমারে নির্যাতনের শিকার হাজার হাজার মুসলিম রোহিঙ্গা প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেশিরভাগ সময় তাদের গন্তব্য থাকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করে। গত বছর থেকে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে ডুবে মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

২০১৭ সালে মায়ানমার সেনা বাহিনীর নিযাতন থেকে রক্ষা পেতে সাত রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারও আগে এসেছিল চার লাখ রোহিঙ্গা। সেইসঙ্গে বাংলাদেশে জন্ম নিয়েছে দুই লাখ রোহিঙ্গা।

এই নিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরর্ণাথীর সংখ্যা ১৩ লাখ। যা বাংলাদেশের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রথমদিকে দেশে-বিদেশ থেকে ত্রাণ সামগ্রী মিললেও এখন তা কমে এসেছে। যে কারণে রোহিঙ্গারা এখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাবার চেষ্টা করছে।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে