ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

টানা ১১ বার সেরা করদাতার ট্যাক্সকার্ড নিলেন আসলাম সেরনিয়াবাত

২০২৩ ডিসেম্বর ২০ ২০:৩৩:২৪
টানা ১১ বার সেরা করদাতার ট্যাক্সকার্ড নিলেন আসলাম সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক : টানা ১১ বার ঢাকার সর্বোচ্চ সেরা করদাতার ট্যাক্সকার্ড সম্মাননা নিলেন বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত সিআইপি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরের এই ট্যাক্সকার্ড সম্মাননা তাঁর হাতে তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

আসলাম সেরনিয়াবাত একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি দেশের বিশিষ্ট গাড়ী বিক্রেতা প্রতিষ্ঠান কার সিলেকশন-এর স্বত্বাধিকারী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠান আমায়া সিকিউরিটিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক।

তিনি রাজধানীর উত্তরা অঞ্চলের জাতীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি জেনারেল। তিনি জাতীয় পর্যায়ে ট্যাক্সকার্ড সহ ঢাকা জেলার পরপর দশবারের সর্বোচ্চ আয়কর প্রদানকারী এবং গাড়ী বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশন- বারভিডার ভাইস প্রেসিডেন্ট-১।

আসলাম সেরনিয়াবাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন।

জাতীয় পর্যায়ে ট্যাক্সকার্ডসহ পরপর ১১ বার ঢাকার সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা অর্জন করায় আসলাম সেরনিয়াবাতকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কার সিলেকশন ও আমায়া সিকিউরিটিস পরিবার।

শেয়ারনিউজ, ২০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে