ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চা পানে তরুণীর কিডনিতে ৩০০ পাথর

২০২৩ ডিসেম্বর ২০ ১৮:৩৪:১৩
চা পানে তরুণীর কিডনিতে ৩০০ পাথর

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তাইওয়ানের এক তরুণীর কিডনিতে ৩০০টি পাথর পাওয়া গেছে। জ্বর ও ভীষণ পিঠে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণী। এর পর পরীক্ষা করে দেখা যায়, তাঁর কিডনিতে পাথর হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ওই তরুণীর পাথর অপসারণ করতে গিয়ে অবাক হয়ে যান চিকিৎসকেরা। কারণ কিডনিতে একসঙ্গে ৩০০টি পাথর এর আগে দেখেননি তাঁরা। পাথরগুলোর কোনোটার আকৃতি ৫ মিলিমিটার তো কোনোটার দুই সেন্টিমিটার।

চিকিৎসকেরা অস্ত্রোপচার চালিয়ে তরুণীর কিডনি থেকে তরল এবং ৩০০টির বেশি পাথর অপসারণ করেন।

হাসপাতালের ওয়েবসাইটে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা স্থিতিশীল ছিল এবং কয়েকদিন পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।

চিকিৎসকেরা ওই তরুণীর কিডনিতে পাথর হওয়ার কারণ জানিয়েছেন। বলেছেন, অতিরিক্ত পরিমাণে বাবল টি খাওয়ার কারণে কিডনিতে এতো পাথর হয়েছে তার। তিনি পানির পরিবর্তে চা খেতেন নিয়মিত।

শেয়ারনিউজ, ২০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে