ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Sharenews24

নির্বাচন করতে পারবেন না সাদিক আব্দুল্লাহ

২০২৩ ডিসেম্বর ১৯ ১৪:১১:৪৩
নির্বাচন করতে পারবেন না সাদিক আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের রায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কিন্তু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের কার্যক্রম স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ রায় দেন। আদালতে সাদিক আব্দুল্লাহর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্যবিদায়ী সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

পরে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নাকচ করে তাঁকে বৈধ ঘোষণা করেছিলেন।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে