ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘আড়াই ঘণ্টা এমপি’ হয়েও যেতে পারেননি সংসদে

২০২৩ ডিসেম্বর ১৭ ২৩:১৯:১১
‘আড়াই ঘণ্টা এমপি’ হয়েও যেতে পারেননি সংসদে

নিজস্ব প্রতিবেদক : ১৪ দলীয় জোটের গ্যাঁড়াকলে পড়লেন ‘আড়াই ঘণ্টার এমপি’ মো. শাহজাহান আলম সাজু। সমঝোতায় জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ায় শাহজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সহকারী রিটার্নিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি।

বিএনপির সাবেক মন্ত্রী পরবর্তীতে আওয়ামী লীগের যোদ দেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে শূন্য হওয়া সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে গত ৫ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান আলম সাজু।

শাহজাহান আলম সাজুর জয়ের মাধ্যমে ৫০ বছর পর এই আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আড়াই ঘণ্টা পর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। যে কারণে শাহজাহান আলম নিজেকে ‘আড়াই ঘণ্টার এমপি’ হিসেবে সবার কাছে বলে বেড়াতেন।

সম্প্রতি তাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান আলম সাজুকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু রোববার বিকেলে ফোন করা হলে শাহজাহান আলম সাজু মনোনয়নপত্র প্রত্যাহার করার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দলীয় নির্দেশনা মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীর স্বার্থে দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এক মাস আগে এই আসনের উপ-নির্বাচনে আমি সাবেক দুই বারের সাংসদ সদস্যকে পরাজিত করে জয়ী হয়েছিলাম।

শেয়ারনিউজ, ১৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে