ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

৫২ বছরে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে: ওবায়দুল কাদের

২০২৩ ডিসেম্বর ১৬ ১১:১৭:৪০
৫২ বছরে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের ৫২ বছরে দেশের অনেক অগ্রগতি হয়েছে। পুরো পৃথিবী বাংলাদেশকে এখন ভিন্ন চোখে দেখে। শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, '৫২ বছরে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। পুরো পৃথিবী আজ বাংলাদেশকে ভিন্ন চোখে দেখে। তবে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে একটি চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে নানা ষড়যন্ত্র করছে। নানা অপতৎপরতা চালাচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।'

কাদের বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাইছে তারা দেশের অগ্রযাত্রাকে ধ্বংস করতে চায়। শুধু সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোই নয়, বিএনপি দেশের রাজনীতিকেও ধ্বংস করতে চায়। এই অপশক্তিকে রুখতে হবে।

তিনি বলেন, '৭৫'র পর দেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিলো। গত ১৫ বছর ধরে বাংলাদেশে উন্নয়নের ধারা সূচনা হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।'

শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে