ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের রিজার্ভ নিয়ে যা বলছে আইএমএফ

২০২৩ ডিসেম্বর ১৫ ১৭:০৩:৪২
বাংলাদেশের রিজার্ভ নিয়ে যা বলছে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শিগগিরই বাংলাদেশের রিজার্ভ বাড়তে শুরু করবে বলে আশা প্রকাশ করেছে। একইসাথে মূল্যস্ফীতির হারও কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। জিডিপির প্রবৃদ্ধির হার ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেছে জানিয়েছে আইএমএফ।

এছাড়া, অর্থনীতি পুনরুদ্ধারে ৩টি পরামর্শ দিয়েছে সংস্থাটি। এগুলো হলো-মুদ্রানীতিকে আরও কঠোর ও সংস্কার করা, ডলারের বিপরীতে টাকার বিনিময় হারকে আরও নমনীয় করা এবং নিরপেক্ষ রাজস্ব নীতি অনুসরণ করা।

ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব অনুমোদনের পর এই সুপারিশ করে সংস্থাটির নির্বাহী পরিষদ।

আইএমএফ বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশের অর্থনীতি। তবে, আমদানিতে কঠোরতা আরোপ করায় আমদানি ব্যয় কমার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয় কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। এতে কমেছে চলতি হিসাবের ঘাটতি।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে