ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে চড় মারার চেষ্টা

২০২৩ ডিসেম্বর ১৫ ১৫:০৯:৫৮
নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে চড় মারার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান কেপি শর্মা অলিকে প্রকাশ্য রাস্তায় চড় মারার চেষ্টা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন নেপালের কোশি প্রদেশ পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা।

জানা যায়, বৃহস্পতিবার কোশি প্রদেশের ধনকুটা এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে গিয়েছিলেন কেপি শর্মা অলি। এসময় কর্মীরা তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন এক যুবক এগিয়ে এসে আচমকা তাঁকে চড় মারার চেষ্টা করেন। এ ঘটনার পর অভিযুক্ত যুবক মহেশ রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

নেপালের কোশি প্রদেশের পুলিশ কর্মকর্তা রাজেশনাথ বাস্তোলা বলেন, হামলার চেষ্টার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।

এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তাতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও সিপিএন-ইউএমএল কর্মীরা ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছেন।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে