ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘শরিকদের স্বতন্ত্র প্রার্থী‌দের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রেই জি‌ততে হ‌বে’

২০২৩ ডিসেম্বর ১৫ ১৪:৫১:৫৩
‘শরিকদের স্বতন্ত্র প্রার্থী‌দের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রেই জি‌ততে হ‌বে’

নিজস্ব প্রতিবেদক : তথ‌্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শ‌রিক দল‌কে স্বতন্ত্র প্রার্থী‌দের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রে জি‌তে আস‌তে হ‌বে। স্বতন্ত্র প্রার্থী‌দের ওপর আওয়ামী লী‌গের নিয়ন্ত্রণ নেই। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকা‌লে মি‌ন্টো রোড‌ে মন্ত্রীর বাসভব‌নে ঢাকা রি‌পোর্টাস ইউ‌নিটির নব‌নির্বা‌চিত নে‌তা‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তিনি।

হাছান মাহমুদ ব‌লেন, শ‌রিক দল‌কে যে ৭‌টি আসন দেওয়া হ‌য়ে‌ছে তা তাঁদের যোগ‌্যতা বিচা‌র করে দেওয়া হ‌য়ে‌ছে। আর যাদের দেওয়া হয়‌নি ভো‌টের মা‌ঠে তা‌দের অবস্থা ভা‌লো নয় ব‌লে দেওয়া হয়‌নি। ত‌বে যেসব আসন শ‌রিক দল র‌য়ে‌ছে সেখা‌নে স্বত‌ন্ত্রের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রে জি‌তে আস‌তে হ‌বে।

তথ্যমন্ত্রী ব‌লেন, জাতীয় পা‌র্টি সবসময় আওয়ামী লী‌গের সহ‌যোগী হি‌সে‌বে কাজ ক‌রে আস‌ছে। তারা অগ্নিসন্ত্রা‌সের বিরু‌দ্ধে। তারা আলাদা নির্বাচন কর‌তে চা‌চ্ছে। তা‌দের স‌ঙ্গেও সম‌ঝোতা হ‌বে।

১৪ দলের শরিকদের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ৭টি আসন ছাড়তে সম্মত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জোট সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় ১৪ নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ওয়ার্কার্স পার্টি পেয়েছে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১। জাসদ কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া–৪, জেপি পিরোজপুর-২।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে