ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বোনাস ডিভিডেন্ড ইস্যুর বিষয়ে ব্যাখ্যা দিল আইসিবি

২০২৩ ডিসেম্বর ১৫ ০৭:৫৫:২০
বোনাস ডিভিডেন্ড ইস্যুর বিষয়ে ব্যাখ্যা দিল আইসিবি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে বোনাস ডিভিডেন্ড শেয়ার প্রিমিয়াম থেকে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

আইসিবি সূত্রে জানা গেছে, বোনাস ডিভিডেন্ড ঘোষণার পর সেটি বিএসইসির কাছ থেকে অনুমোদন নেয়ার নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় আইসিবি ঘোষিত বোনাস ডিভিডেন্ডের বিষয়ে বিএসইসির কাছে অনুমোদন চেয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে বিএসইসি প্রতিষ্ঠানটিকে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড প্রদানের অনুমোদন দেয়। এরপর কোম্পানিটির পর্ষদ সে অনুসারে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। এজন্য ২১ ডিসেম্বর ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, বোনাস ডিভিডেন্ড শেয়ার প্রিমিয়াম থেকে যেমন ঘোষণা করা যায়, তেমনি রিটেইন্ড আর্নিংস থেকেও ঘোষণা করা যায়। কমিশন মনে করেছে যে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হলে বেশি ভালো হবে, তাই সে অনুসারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে ৭৭ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে আইসিবি, আগের অর্থবছরে যা ছিল ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৪৬.৩৪ শতাংশ। আলোচ্য অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৭১ পয়সা। ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৪ পয়সায়। যা আগের অর্থবছরে ছিল ৫২ টাকা ৯৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট ছিল গত ২৯ নভেম্বর।

এদিকে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে সমন্বিত নিট মুনাফা হয়েছিল ২০ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির এককভাবে নিট লোকসান হয়েছে ২৪৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে একক নিট মুনাফা ছিল ৯ কোটি ১৩ লাখ টাকা।

এতে দেখা যায়, আলোচ্য অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৬ পয়সায়।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে