ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

দুর্নীতির অভিযোগ জাপানের ৪ মন্ত্রীর পদত্যাগ

২০২৩ ডিসেম্বর ১৪ ২০:৫০:১৭
দুর্নীতির অভিযোগ জাপানের ৪ মন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : জাপানের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একটি তহবিল উত্তোলনে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশটির চার মন্ত্রী একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন। বর্তমানে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আস্থার সংকটে ভুগছেন।

আর ঠিক এমন সময়েই এই চার মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিলেন। তাদের এই পদত্যাগকে কিশিদার জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন জাপানি মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ও সরকারের প্রধান মুখপাত্র হিরোকাজু মাতসুনো। তিনি কিশিদার ডান হাত হিসেবে পরিচিত।

এ ছাড়া অর্থনীতি ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি এবং কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা পদত্যাগ করেছেন। এ ছাড়া পাঁচ সিনিয়র উপমন্ত্রী এবং একজন সংসদীয় উপমন্ত্রীও পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা ব্যক্তিরা জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে একই দলের উপদলের সদস্য। অভিযোগ উঠেছে, ২০২২ সাল পর্যন্ত আগের পাঁচ বছরে ক্ষমতাসীন দল এলডিপির তহবিল থেকে ৫০ কোটি জাপানি ইয়েন লাপাত্তা হয়ে গেছে।

এই ঘটনায় কৌঁসুলিরা দুর্নীতির তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিক্কেই। ১৯৯৫ সাল থেকে প্রায় সবটা সময় জাপানের ক্ষমতায় আছে ক্ষমতাসীন এলডিপি।

তবে ২০১২ সালের পর প্রথমবারের মতো দলটির প্রতি জনসমর্থন ৩০ শতাংশের নিচে নেমে গেছে। গত মঙ্গলবার সংবাদমাধ্যম এনএইচকের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং পূর্বের কেলেঙ্কারি সামাল দিতে না পারায় কিশিদা প্রতি ক্ষুব্ধ ভোটাররা।

২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কিশিদা। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। ২০২৫ সালে জাপানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে