ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শরীরে ভয়াবহ ব্যাকটেরিয়া, খেয়ে ফেলছে মাংস

২০২৩ ডিসেম্বর ১৩ ১১:০২:৩১
শরীরে ভয়াবহ ব্যাকটেরিয়া, খেয়ে ফেলছে মাংস

আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ডের ৫৯ বছর বয়সী এক নারী আক্রান্ত হন বিরল এক রোগে। ওই নারীর দেহে বাসা বাধে একটি বিরল ব্যাকটেরিয়া। প্রথম দিকে দেহের পশ্চাৎদেশের মাংস খেতে শুরু করে এটি। এ কারণে সেই অংশে দেহের ভেতর ২০ সেন্টিমিটার ক্ষত হয়ে যায়। খবর নিউইয়র্ক পোস্টের।

জানা গেছে, জং এগলিন নামের ওই নারী এখন নেদারল্যান্ডসে থাকেন। গত ২০ জানুয়ারি তাঁর দেহে ফ্লু–জাতীয় সংক্রমণ দেখা যায়। অবস্থা বেগতিক দেখে দ্রুত হাসপাতালে যান তিনি। পরে জানা যায় বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

জং এগলিনের পশ্চাৎদেশের ভেতরের অংশে একটি কালো পিণ্ড পান চিকিৎসকেরা। এই রোগের নাম নেক্রোটাইজিং ফ্যাসিটিস। এক ধরনের ভয়াবহ ব্যাকটেরিয়ার আক্রমণে এটি হয়। বেশ কয়েকবার অপারেশনের পর এই পিণ্ড বের করা হয়। তখন তাঁর বাঁচার সম্ভাবনা ছিল মাত্র ১০ শতাংশ। অপারেশনের পর টানা ৯ দিন কোমায় ছিলেন এগলিন। তবে ভাগ্য ভালো, বেঁচে গেছেন তিনি।

এগলিন বলেন, ‘আমি বেঁচে ফিরব ভাবতে পারিনি। এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছি। ৭০ পাউন্ড হারিয়েছি। নতুন করে হাঁটা শেখা লাগছে আমার। তবে বসতে পারছি না। একটি বিশেষ বালিশ নিয়ে চলা লাগছে।’

শেয়ারনিউজ, ১৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে