ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

হ্যাক সিকিউরিটিজের শেয়ার কিনেছে প্রভাতি ইন্স্যুরেন্স

২০২৩ ডিসেম্বর ১২ ০৭:০৩:২৩
হ্যাক সিকিউরিটিজের শেয়ার কিনেছে প্রভাতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হ্যাক সিকিউরিটিজের ৫২ শতাংশ শেয়ার কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এই তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) মাধ্যমে রোববার এসব শেয়ার প্রভাতি ইন্স্যুরেন্সের নামে স্থানান্তর হয়। এর আগে ১ মার্চ দুই কোম্পানির মধ্যে শেয়ার ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

চলতি ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় যা ছিল ১ টাকা ৩৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৭ পয়সায়।

প্রভাতী ইন্স্যুরেন্স সর্বশেষ ২০২২ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা।

আগের বছর ২০২১ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১৬ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১২৫ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৮ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৫৫.১৯ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে