ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধি, মুনাফা তোলার প্রবণতায় বিনিয়োগকারীরা

২০২৩ ডিসেম্বর ১০ ১৫:০৫:০২
শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধি, মুনাফা তোলার প্রবণতায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : টানা সাত কর্মদিবস উত্থানের ধারাবাহিকতা বজায় থাকার পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর সামান্য সংশোধন হয়েছে। এদিন ডিএসইর সূচকের পতন হয়েছে ১ শতাংশের কিছু বেশি। কিন্তু সূচকের সামান্য পতনের মধ্যেই যে পরিমাণ কোম্পানির দর কমেছে, তার চেয়ে প্রায় দ্বিগুণ কোম্পানির শেয়ারদর সংশোধন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সাত কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৪৯ পয়েন্ট। এই সময়ে বিনিয়োগকারীরা যেসব শেয়ারে মুনাফা রয়েছেন, সেসব শেয়ার থেকে তারা মুনাফা তুলছেন। যে কারণে দর বৃদ্ধির কোম্পানির চেয়ে পতনে থাকা কোম্পানির সংখ্যা বেশি, প্রায় দ্বিগুণ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ নভেম্বর ডিএসইর সূচক ছিল প্রায় ৬ হাজার ২০৩ পয়েন্ট। তারপর টানা ৭ কর্মদিবস বেড়ে গত বৃহস্পতিবার দাঁড়ায় ৬ হাজার ২৫২ পয়েন্টের কিছু বেশি। আজ ১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫১ পয়েন্টে। তবে ২৮ নভেম্বরের আগে চার কর্মদিবসের বড় পতনে ডিএসইর সূচক কমেছিল প্রায় ৩১ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টেকনিক্যাল অ্যানালাইসিসে বাজারের সব ইনডিকেটরই এখন পজিটিভ। আজ বিনিয়োগকারীরা কিছু কিছু শেয়ারে মুনাফা তুলেছেন, যে কারণে বাজারের সূচক কিছুটা নেতিবাচক দিকে টার্ন নিয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। দুই-এক দিনের মধ্যেই বাজার ঠিক হয়ে যাবে বলে তাঁরা মনে করছেন।

আজ ডিএসইর সব মূল্য সূচকের কিছুটা পতনে হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেশ বেড়েছে। আজ ডিএসইতে ৫৩৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকে ৮৭ কোটি ৭১ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক আজ ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৫১টির। দর অপরিবর্তিত রয়েছে ১১৮টি প্রতিষ্ঠানের। শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে