ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

খুলছে বিজয় সরণি ও ঢাবি মেট্রোরেল স্টেশন

২০২৩ ডিসেম্বর ০৭ ২১:৪৯:৫৫
খুলছে বিজয় সরণি ও ঢাবি মেট্রোরেল স্টেশন

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাসেই চালু হতে যাচ্ছে ঢাকা মেট্রোরেলের আরও দুটি স্টেশন। আগামী ১৩ ডিসেম্বর বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার (০৬ ডিসেম্বর) ডিএমটিসিএল সূত্রে এই তথ্য জানা যায়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল— এই তিন স্টেশনে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে।

পরবর্তী ধাপে বাকি চার স্টেশন বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল কতৃপক্ষের। তারই অংশ হিসাবে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হতে যাচ্ছে।

শেয়ারনিউজ, ০৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে