ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিশ্বে বিশুদ্ধ গণতন্ত্র বিরল : ওবায়দুল কাদের

২০২৩ ডিসেম্বর ০৬ ১৪:১৯:১২
বিশ্বে বিশুদ্ধ গণতন্ত্র বিরল : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বে বিশুদ্ধ গণতন্ত্র বিরল। আওয়ামী লীগ শতবাধা-বিপত্তি, প্রতিবন্ধকতার মুখেও এখনো গণতন্ত্রের পতাকা ধরে রেখেছে। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এসময় ওবায়দুল কাদের দেশে নষ্ট হওয়া গণতন্ত্রের ধারা আওয়ামী লীগ ঠিক করেছে বলেও দাবি করেন। বলেন, আমাদের এখানে গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। মিলিটারি ডিকটেটররা অনেক সময় নিজেদের গণতান্ত্রিক দাবি করে। পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল।

তিনি বলেন, যে ধারা সূচনা করেছিলেন হোসেন শহিদ সোহরাওয়ার্দী, পঁচাত্তরের পর সে ধারা নষ্ট হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে গণতন্ত্রের ধারা ঠিক করেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে