ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের বিশেষ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ

২০২৩ ডিসেম্বর ০৬ ১৩:৪৭:২৬
রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের বিশেষ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : রেমিট্যান্স বাড়াতে প্রবাসী শ্রমিকদের বিশেষ কিছু অনার্থিক সুবিধা দিতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই বিষয়ে অর্থমন্ত্রী একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই সুবিধাগুলোর মধ্যে থাকবে বাবা-মা ও স্ত্রী-সন্তানদের জন্য সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ, সরকারি বিভিন্ন সেবায় অগ্রাধিকার, বিমান বন্দরে হয়রানি ব্যতীত ইমিগ্রেশন এবং স্থায়ীভাবে দেশে ফিরে এলে সরকারি সেবার ক্ষেত্রে বাড়তি সহায়তা।

অর্থমন্ত্রীর সুপারিশে বলা হয়, এসব সেবা গ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের দেয়া হবে স্মার্ট কার্ড। তবে এই কার্ড পাওয়ার ক্ষেত্রে হতে হবে বৈধ অভিবাসী এবং প্রবাসী আয় পাঠাতে হবে ব্যাংকিং চ্যানেলে।

প্রতি বছর ব্যাংকে অন্তত ১২ হাজার ডলার পাঠানো সাপেক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কাছ থেকে সনদ গ্রহণ করতে হবে। পরে স্মার্ট কার্ডের জন্য আবেদন করা যাবে।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে