ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

প্রেমিকের কাছে বয়স লুকাতে জাল পাসপোর্ট বানালেন প্রেমিকা

২০২৩ ডিসেম্বর ০৬ ১০:২৭:০৪
প্রেমিকের কাছে বয়স লুকাতে জাল পাসপোর্ট বানালেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকের কাছ থেকে নিজের আসল বয়স লুকোতে জাল পাসপোর্ট ব্যবহার করে পুলিশের হাতে ধরা পড়েছেন চীনের এক তরুণী। খবর আনন্দবাজারের।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানা যায়, প্রেমিকের থেকে ওই তরুণী ১৭ বছরের বড়। কিন্তু সে কথা প্রেমিকের থেকে লুকিয়ে গিয়েছিলেন তিনি। কিছু দিন আগেই জাপানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন দু’জনে। কিন্তু পাশাপাশি চিন্তায় পড়ে যান তরুণী। পাসপোর্টে তাঁর আসল বয়স লেখা। সেটা প্রেমিকের চোখে পড়লেই তো তিনি ধরা পড়ে যাবেন। সেই সময় তাঁর মাথায় আসে দ্বিতীয় পাসপোর্ট বানানোর কথা।

আসল পাসপোর্টে তাঁর জন্মের সাল ছিল ১৯৮৪। ওটাই সঠিক তথ্য। কিন্তু প্রেমিককে তা জানতে দেওয়া যাবে না। তাই ৬৫০০ ইউয়ান খরচ করে (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬ হাজার টাকা) জাল পাসপোর্ট বানান। নতুন পাসপোর্টে তাঁর জন্মসাল বদলে গিয়ে হয় ১৯৯৬।

জাল পাসপোর্ট সঙ্গে নিয়েই দু’জন মিলে জাপান যাচ্ছিলেন। চেক ইনের সময় বিমানবন্দরে জাল পাসপোর্ট দেখাতেই ধরা পড়ে যান তিনি। শুল্ক দফতরের কর্মীরা জাল পাসপোর্ট বানানোর অপরাধে ওই তরুণীকে গ্রেফতার করেন। ৩০০০ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা জরিমানাও হয়।

বেইজিং বিমানবন্দরে চীনের এক নারী জাল পাসপোর্ট ব্যবহার করার জন্য ধরা পড়েছেন। বয়সে ১৭ বছরের ছোট প্রেমিকের কাছ থেকে তার আসল বয়স লুকানোর জন্য তিনি এমন কাজ করেছেন বলে জানা গেছে।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে