ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

৪৭ ইউএনওকে বদলির সিদ্ধান্ত

২০২৩ ডিসেম্বর ০৪ ১৭:৫৯:৩৪
৪৭ ইউএনওকে বদলির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে দেশের ৮ বিভাগের ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০৪ ডিসেম্বর) তাদের বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি।

জানা যায়, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রামের ৮ জন, বরিশালের ২ জন, খুলনার ৪ জন, ময়মনসিংহের ৬ জন, সিলেটের ৬ জন, রাজশাহীর ৬ জন এবং রংপুরের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সম্প্রতি দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলির সিদ্ধান্ত নেয় ইসি। সেই ধারাবাহিকতায় গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলির জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে।

ইউএনওদের মধ্যে যারা বর্তমান কর্মস্থলে ১ (এক) বছরের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ওসিদেরও পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে ইসি।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে