ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যাংকের ভুলে নারীর অ্যাকাউন্টে ৯৪০ কোটি টাকা

২০২৩ ডিসেম্বর ০৪ ১০:২৪:৫২
ব্যাংকের ভুলে নারীর অ্যাকাউন্টে ৯৪০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ান মেব্যাংক ভুল করে এক নারীর অ্যাকাউন্টে ৮ কোটি ৬০ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৯৪০ কোটি ৮৩ লাখ টাকা) পাঠিয়েছে। তবে এ অর্থ তুলতে পারেননি ওই নারী। খবর গালফ নিউজের।

গত মাসের শেষের দিকে হাফিদজাহ আবদুল্লাহ খেয়াল করেন তার অ্যাকাউন্টে ৮ কোটি ৬০ লাখ ডলার জমা করা হয়েছে। ব্যাংকের এই ভুল দেশটির জন্য একটি বড় বিপর্যয় হতে পারত। কারণ প্রতিবছর মালয়েশিয়ায় একটি পরিবারের গড়ে ২২ হাজার ডলার খরচ হয়।

এ ঘটনা সোস্যাল মিডিয়া লিঙ্কডইনে শেয়ার করেছেন একটি মানবসম্পদ সংস্থার পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা হাফিদজাহ। গত ২৯ নভেম্বর হাফিদজাহ লেখেন, আমার ব্যাংকিং অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখার প্রশংসা করছি। এ অর্থ সুখ কিনতে পারেনি কিন্তু মেব্যাংক জানে কীভাবে হতাশা কিনতে হয়।

এ পোস্টে এক ব্যবহারকারী মন্তব্য করেন, তারা আপনাকে বলের মতো ব্যবহার করেছে। আপনাকে যেখানে সেখানে লাথি দিয়েছে। আরেক ব্যবহারকারী লেখেন, আমি বুঝতে পারছি না মালয়েশিয়া ব্যাংকগুলোর কী সমস্যা হলো।

এদিকে শুক্রবার (০২ ডিসেম্বর) মেব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভুলে অর্থ চলে চাওয়ার বিষয়টি সমাধান করা হয়েছে। মেব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম ব্যাংক।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে