ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাগুরায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

২০২৩ ডিসেম্বর ০৪ ০৮:২২:২৫
মাগুরায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

নিজস্ব প্রতিবেদক : প্রতিপক্ষের হামলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় আহত হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। রোববার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে নির্বাচনী মিছিল করার সময় এই ঘটনা ঘটে।

গোলাম মোর্শেদ টুকু শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী গোলাম মোর্শেদ টুকুর স্বজনরা জানান, প্রতিপক্ষের লোকজন গোলাম মোর্শেদকে হাতুড়িপেটা করেন। এরপর তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

আহত গোলাম মোর্শেদ জানান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্যার সমর্থক জিনারুল মিয়া, শিমুল, সোহেলসহ ৮-১০ জন অতর্কিতে হামলা করে পেটানো শুরু করে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন গয়েশপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হালিম মোল্যা।

তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ। তাকে নিয়ে আমি এই মুহূর্তে ঢাকার বারডেম হাসপাতালে আছি। মারামারি হয়েছে আমি শুনেছি। আমার লোকজনও থাকতে পারে। তবে সেটা মিছিল করা ইস্যুতে কোনোভাবেই নয়।

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মারামারির ঘটনা শুনেছি। তবে ঠিক কী কারণে মারামারি হয়েছে, এখনো বিস্তারিত জানতে পারিনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে