ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ায় এএসআই প্রত্যাহার

২০২৩ ডিসেম্বর ০৩ ২০:১৭:০৯
প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ায় এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : যশোরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক।

এএসআই রহমত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্বরত ছিলেন। সেদিন ছিল দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর-৪ আসন থেকে বিএনএম মনোনীত প্রার্থী সুকৃতি মণ্ডল সেদিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

“রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সময় তার কাছে খাবারের জন্য টাকা চান এএসআই রহমত।” ওই প্রার্থীর কাছ থেকে রহমতের টাকা নেওয়ার ঘটনা কেউ একজন ভিডিও করেন। পরে তা ফেইসবুকে ছড়িয়ে পড়ে, যা পুলিশ সুপারেরও নজরে আসে।

এরপর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এএসআই রহমতকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন বলে জানান ওসি রাজ্জাক।

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে