ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

২০২৩ ডিসেম্বর ০৩ ১৬:৫৪:২৬
বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানার একটি নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস এতথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত আসামিরা হলেন— আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারী, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারী, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি ও আলী মিয়া।

২০১৮ সালের সেপ্টেম্বরে ভাটারা থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে।

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে