ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

লক্ষ্মীপুর-২

আওয়ামী লীগের প্রার্থী স্বামী, স্ত্রী স্বতন্ত্র প্রার্থী

২০২৩ নভেম্বর ৩০ ২২:০৫:১২
আওয়ামী লীগের প্রার্থী স্বামী, স্ত্রী স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নুরউদ্দিন চৌধুরী নয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার পৃথকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে তারা মনোয়নপত্র জমা দেন।

নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সদস্য সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্ত্রী লুবনার মনোনয়নপত্র জমার বিষয়ে নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, থেকে ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। এই কারণেই আমার স্ত্রীসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে রুবিনা ইয়াসমিন লুবনা বলেন, কাগজে-কলমে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে থাকবো। আমাদের প্রতীকও ভিন্ন হবে।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে