ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

২০২৩ নভেম্বর ৩০ ১৩:৪৮:৫৩
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় একসঙ্গে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। এরপরেই রয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনিভা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) জরিপের এই ফল প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

জানা যায়, সিঙ্গাপুরে পরিবহন খরচের পাশাপাশি পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল সবচেয়ে ব্যয়বহুল। অপরদিকে, জুরিখে ব্যয় বেশি মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনে।

গত ১১ বছরে ৯ বার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের এ তালিকায় শীর্ষ স্থান দখল করল সিঙ্গাপুর। যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে পরিবহন খরচ বিশ্বের সবচেয়ে বেশি। এছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল।

অপরদিকে জুরিখে মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনের ব্যয় সব থেকে বেশি। জেনিভা ও নিউ ইয়র্ক একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হংকং, ষষ্ঠ স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে