ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

গাজা থেকে লুট করা হার প্রেমিকাকে উপহার দিলেন ইসরাইলি সৈন্য

২০২৩ নভেম্বর ২৬ ১৮:১২:৫০
গাজা থেকে লুট করা হার প্রেমিকাকে উপহার দিলেন ইসরাইলি সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক : ‘নোয়া! দেখো, তোমার প্রেমিক গাজা থেকে তোমার জন্য একটি নতুন হার নিয়ে এসেছে।’ গাজা থেকে লুট করে আনা একটি হারের দিকে ইশারা দিয়ে প্রেমিকা নোয়াকে এভাবেই উচ্ছ্বসিত স্বরে কথাগুলো বলছিলেন এক ইসরাইলি সৈন্য।

রোববার (২৬ নভেম্বর) মিডল ইস্ট আই জানিয়েছে, সম্প্রতি সোস্যাল মিডিয়াগুলোতে এ সংক্রান্ত একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে।

তাতে দেখা যাচ্ছে- বেশ কয়েকজন দখলদার সৈন্য। এর মধ্যে একজনের হাতে রুপার একটি হার। ওই হারের দিকে ইশারা করে তিনি বলছেন- ‘নোয়া! দেখো, তোমার প্রেমিক গাজা থেকে তোমার জন্য একটি নতুন হার নিয়ে এসেছে।’

ভিডিওতে ওই সৈন্যকে আরো বলতে শোনা যায়- ‘এটির লকেট তো হৃদয়াকৃতির! খুব দামী। লকেটের ওপর লেখা “চিরদিন”।’

এ সময় পাশ থেকে এক সৈন্যকে বলতে শোনা যায়- ‘যাচাই করে দেখো তো এটি আসল কিনা?’ তখন ওই সৈন্য হারটি দাঁতে কামড় দিয়ে বলেন, ‘হাঁ, এটি আসল।’ সূত্র : মিডল ইস্ট আই

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে