ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সময় নষ্ট করলে নতুন শাস্তির নিয়ম চালু করেছে আইসিসি

২০২৩ নভেম্বর ২২ ১০:১৮:৪৯
সময় নষ্ট করলে নতুন শাস্তির নিয়ম চালু করেছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক : স্লো বোলিংয়ের কারণে ক্রিকেটে প্রায়ই জরিমানার ঘটনা দেখা যায়। এমনকি ৩০ গজ বৃত্তের ভেতরে বেশি ফিল্ডার নিয়ে খেলার নিয়মও আছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার নতুন শাস্তির নিয়ম চালু করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) আহমেদাবাদে আইসিসির বোর্ড সভা হয়েছে। সভায় নেওয়া অনেক সিদ্ধান্তের মধ্যে একটি হচ্ছে সময়ের অপচয় রোধ করতে নতুন শাস্তির ব্যবস্থা। নির্দিষ্ট কোনো ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভারের বোলিং শুরু করতে হবে। যদি ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার বোলিং দল শুরু করতে না পারে আর এমন ঘটনা যদি তিনবার হয়, তাহলে এর পুরস্কার পাবে ব্যাটিং দল। অতিরিক্ত ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরকার্ডে।

জানা গেছে, দুই ওভারের মাঝে কী পরিমাণ সময় ব্যয় হচ্ছে, তার জন্য ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করা হবে। এ বছরের ডিসেম্বর থেকে ২০২৪-এর এপ্রিল পর্যন্ত ছেলেদের ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরীক্ষামূলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করতে রাজি হয়েছে আইসিসি।

এছাড়া পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে আইসিসি। পিচের মূল্যায়নের ব্যাপার আরও সহজ করেছে ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা। যদি পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু ছয় ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে তার আন্তর্জাতিক মর্যাদাই বাতিল হয়ে যাবে। যেখানে ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পিচ পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা ঘটেছে। পুরুষ-নারী উভয় ক্রিকেটেই আম্পায়ারদের সমান ম্যাচ ফি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির বোর্ড সভায়। একই সঙ্গে ২০২৪-এর জানুয়ারি থেকে আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপে একজন নিরপেক্ষ আম্পায়ার রাখার কথাও বলা হয়েছে।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে