ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

রাজনীতিতে আসছে আরও এক নতুন জোট

২০২৩ নভেম্বর ২২ ০৭:৫৯:১৫
রাজনীতিতে আসছে আরও এক নতুন জোট

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন হয়েছে।

মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব। তিনি বলেন, ‘এই ফ্রন্টে বাংলাদেশ কল্যাণ পার্টি ছাড়াও মুসলীম লীগ, জাতীয় পার্টি (মতিন)-সহ পাঁচ-ছয়টি দল যুক্ত রয়েছে।’

কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব জানান, আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নতুন এই জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে তাদের বক্তব্য তুলে ধরবে।

জানা গেছে, এই সংবাদ সম্মেলন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া হতে পারে।

এই বিষয়ে মুসলীম লীগের জুলফিকার বুলবুল বলেন, নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নেননি।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে