ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সুপ্রিম কোর্টে প্রবেশ করতে মানতে হবে নতুন নিয়ম

২০২৩ নভেম্বর ২০ ২১:১৯:২২
সুপ্রিম কোর্টে প্রবেশ করতে মানতে হবে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে। এখন থেকে সুপ্রীম কোর্টে প্রবেশ করতে হলে পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

সোমবার (২০ নভেম্বর) এই বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখার জন্য বলা গেল।

এছাড়া সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ধারিত স্টিকার ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশও ছিল। তাই সার্বিক নিরাপত্তার বিষয়ে চিন্তা করে প্রধান বিচারপতির নির্দেশনায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে