ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে যা বললেন রওশন এরশাদ

২০২৩ নভেম্বর ২০ ১৭:০১:১৯
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে যা বললেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় যে তথ্য প্রচার করা হচ্ছে তা মিথ্যা। বিষয়টি নিয়ে রওশন এরশাদ বলেছেন, অনেকেই ভুল নিউজ প্রচার করছে। আমি এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।

এ ছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা। সোমবার (২০ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে