ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

চার টিভিকে ডেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

২০২৩ নভেম্বর ২০ ০৯:৫৯:৩৭
চার টিভিকে ডেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ৪টি টেলিভিশন ডেকে গোপনে ব্রিফিং করেছেন। রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সরকারি আস্থাভাজন একাত্তর টিভি, সময় টেলিভিশন, চ্যানেল আই এবং এনটিভিকে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ের বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করে মুখপাত্রের দপ্তর। এসময় বাংলাদেশ ব্যাংকে উপস্থিত অন্য পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা এর প্রতিবাদ জানান। মুখপত্রের দপ্তর সূত্রে জানা যায়, শুধু চারটি টেলিভিশনকে ডাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকে চ্যানেল ২৪, দৈনিক কালবেলা ও বিডিনিউজ, দৈনিক আমার সংবাদ, আজকের পত্রিকা, প্রতিদিনের বাংলাদেশ, শেয়ারবিজ, দেশ রূপান্তর, এখন টিভি এবং ঢাকা টাইমসের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাদেরকে ব্রিফিংয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি এবং ব্রিফিং সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে তারা অভিযোগ করেছেন।

‘দেশের অর্থনীতি এখন তলানিতে, চাকরিজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা আর দেখিনি’, এমন মন্তব্য করে সম্প্রতি চাপে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ বিষয়ে সাফাই গাইতে শুধু চারটি টেলিভিশনকে ডেকে ব্যাখ্যা দিয়েছেন।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে