ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

মাছের গায়ে আল্লাহু, দেখতে জনতার ভিড়

২০২৩ নভেম্বর ১৯ ২২:৪৯:০৫
মাছের গায়ে আল্লাহু, দেখতে জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক : পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে আল্লাহু লেখা। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন সেখানে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এই ঘটনা ঘটেছে।

রোববার সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামে রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পড়ে।

এলাকার লোকজন জানায়, রফিকুল ইসলাম বিজিবিতে চাকরি করেন। তিনি চাকরিতে আছেন। সকালে তার স্ত্রীকে মাছ দিয়ে যান তারই ভাই।

পরে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আল্লাহু লেখা। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার চাচাতো ভাই মাছ চাষ করেন। তিনি মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছেন।

তিনি বলেন, আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদ্রাসার হুজুর নিয়ে গেছেন।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ. জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুফতি মো. আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন।

তিনি বলেন, দেখবেন মাঝে-মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল। সবই আল্লাহ পাকের নিদর্শন।

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে