ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

গাজার টানেলের ছবি প্রকাশ করে ইসরায়েলের বার্তা

২০২৩ নভেম্বর ১৭ ১৬:৪৮:৩৮
গাজার টানেলের ছবি প্রকাশ করে ইসরায়েলের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে। এ হাসপাতালে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এবার তারা হাসপাতালের নিচে হামাসের টানেল খুঁজে পেয়েছে দাবি করে তার ছবি ও ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকালে (১৭ নভেম্বর) সোস্যাল মিডিয়ায় আইডিএফ টানেলের ছবি ও ভিডিও প্রকাশ করে দাবি করেছে, এ টানেলটি গাজার হাসপাতলের নিচ অবস্থিত। শুক্রবার সকালে এটি উদ্ধারের দাবি করেছে তারা। তাদের দাবির সত্যতা যাচাই করতে পারিনি বিবিসি।

এক্সে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, আল-শিফা হাসপাতাল কমেপ্লেক্সের খেবর থেকে হামাসের একটি টানেল উন্মোচন করা হয়েছে। এ টানেলটির প্রবেশপথ গাজার সিটি হাসপাতালের মাঠে গিয়ে মিলিত হয়েছে। ছবি শেয়ার করে আইডিএফ জানিয়েছে, গাজার প্রধান শিশু হাসপাতাল আল-রানতিসির ভেতরে আরও এটি টানেল রয়েছে।

এর আগে মঙ্গলবার নতুন করে হামাসের সদরদপ্তর হিসেবে পরিচালিত একটি বিশেষ টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হচ্ছে এই টানেল থেকেই গত ৭ অক্টোবরের নজিরবিহীন হামলা পরিচালনা করে স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গাজার রাজধানী গাজা সিটিতে অবস্থিত হামাসের একটি সামরিক কমান্ড সেন্টারের নিচে এই বিশেষ টানেলটি অবস্থিত। টানেলটি দখলে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০১ ও গিভাতি ইউনিটের সেনারা। বলা হচ্ছে হামাসের এই বিশেষ টানেলটি ইসরায়েলের কিরিয়া সামরিক সদরদপ্তরের নিচে অবস্থিত আইডিএফের টানেলের মতোই বিস্তৃত ও সাজানো।

ইসরায়েলি বাহিনী জানায়, বিশেষ এই টানেলটি মাটি থেকে প্রায় ৩০ মিটার নিচে অবস্থিত। ওপর থেকে নিচে নামতে ব্যবহার করা হয় সাতজনের ধারণক্ষমতা সম্পন্ন একটি লিফট। ধারণা করা হচ্ছে টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ লুকিয়ে ছিলেন।

শেয়ারনিউজ, ১৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে