ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সমান তালে বাড়ছে লোকসানি দুই কোম্পানির দর

২০২৩ নভেম্বর ১২ ১৭:০০:৩৪
সমান তালে বাড়ছে লোকসানি দুই কোম্পানির দর

নিজস্ব প্রতিবেদক : সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানী ২ কোম্পানির শেয়ারদর। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড। আজ ডিএসইতে এই ২ কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে শ্যামপুর সুগারের। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ১৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ টাকা ৫০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১৩৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৭ টাকা ৮০ পয়সা বা ৪১.৬৭ শতাংশ।

খাদ্য ও আনষঙ্গিক খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা ও ৫ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৫৮৮ কোটি ৮৬ লাখ টাকা। তালিকাভক্তির পর এ পর্যন্ত কোম্পানিটির ডিভিডেন্ড তথ্য পাওয়া যায়নি। গত ৫ বছর ধরেও কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি।

কোম্পানিটির মোট ৫০ লাখ শেয়ারের মধ্যে ৫১.০০ শতাংশ সরকার, ৫.৬২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৩.৩৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে জিলবাংলা সুগারের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ টাকা ১০ পয়সয়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১২৫ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ টাকা ৩০ পয়সা বা ১৬.৯৩ শতাংশ।

খাদ্য ও আনষঙ্গিক খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা ও ৬ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৫৪৯ কোটি ৪২ লাখ টাকা। তালিকাভক্তির পর এ পর্যন্ত কোম্পানিটির ডিভিডেন্ড তথ্য পাওয়া যায়নি। গত ৫ বছর ধরেও কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি।

কোম্পানিটির মোট ৬০ লাখ শেয়ারের মধ্যে ৫১.০০ শতাংশ সরকার, ১২.৮১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৬.১৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

শেয়ারনিউজ, ১২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে