ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রগতি লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে ২০ শতাংশ

২০২৩ নভেম্বর ০৩ ০৭:২৯:০২
প্রগতি লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চলতি ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ৩৭৮ কোটি ৭ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে। আগের অর্থবছরের একই সময়ে প্রিমিয়াম আয় ছিল ৩১৪ কোটি ২৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়েছে ২০ শতাংশ।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬২২ কোটি ৬৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই তহবিলের পরিমাণ ছিল ৬১৩ কোটি ৬ লাখ টাকা।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ১১৭ কোটি ৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এই আয় ছিল ১০১ কোটি ৫১ লাখ টাকা। এই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়েছে ১৫ শতাংশ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।

শেয়ারনিউজ, ০৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে