ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

২০২৩ নভেম্বর ০২ ১০:৪৪:৪১
হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দুইজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার ও বুধবার (৩১ অক্টোবর-০১ নভেম্বর) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। খবর এনডিটিভির।

এদিকে গাজা জানিয়েছে, বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের জোড়া হামলায় ১৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৭৭ জন। সেই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছে ১২০ জন। জাতিসংঘরের পক্ষ থেকে বলা হয়েছে, শরণার্থী শিবিরে হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের নাবুলাসে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছোড়ে হামাস বাহিনী। হামাসের দাবি, তারা মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে অভিযান চালিয়েছে হামাসের যোদ্ধারা।

এতে এখন পর্যন্ত ইসরায়েলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজারের বেশি। এরপরেই গাজায় আক্রামণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

শেয়ারনিউজ, ০২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে