ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় লোকসানের মুখে জেএমআই সিরিঞ্জ

২০২৩ নভেম্বর ০১ ০৭:০৩:৫৪
বড় লোকসানের মুখে জেএমআই সিরিঞ্জ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে লোকসানে পড়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। যেখানে আগের অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটি সংশ্লিষ্টরা বলছেন, ডলারের উচ্চ দাম কোম্পানিটি লোকসানে পড়ার অন্যতম কারণ।

তবে লোকসানের পরও কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচ্য অর্থবছরের জন্য শেয়ারহোল্ডার ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৩৬ শতাংশ বোনাস।

ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডা অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

এর আগে ২০২২০-২১ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে জেএমআই সিরিঞ্জেস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা। ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। এছাড়া, ২০১৮-১৯, ২০১৭-১৮ ও ২১১৬-১৭ অর্থবছরেও একই হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

শেয়ারনিউজ, ৩১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে