ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো শাহ্জালাল ইসলামী ব্যাংক

২০২৩ অক্টোবর ৩১ ১৭:৪৯:২০
আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো শাহ্জালাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২৩তম আইসিএবি জাতীয় পুরস্কারে সার্বিকভাবে সবার সেরা হিসেবে বিজয়ী হয়েছে। প্রাইভেট সেক্টর ব্যাংকস ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মত ১ম স্থান, কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজারস ক্যাটাগরিতে ২য় স্থান এবং ইনটিগ্রাটেড রিপোর্ট ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জনের মাধ্যমে সবার সেরা প্রতিষ্ঠান হিসেবে এই স্বীকৃতি অর্জন করল ব্যাংকটি।

সোমবার (৩০ অক্টোবর) আইসিএবি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ।

মঞ্চে পুরস্কার গ্রহণকালে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ৩১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে